গ্রুপ পর্ব শেষে সুপার এইটের কাউন্টডাউন, কমফিট ফুটবল টুর্নামেন্ট ২০২৪!
জমকালো আয়োজনের মাধ্যমে গত ৩০ অক্টোবর, ২০২৪ তারিখ বুধবারে শুরু হয়েছিলো কমফিট ফুটবল টুর্নামেন্ট। মালিক-কর্মীর ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে এই ফুটবল আয়োজনে অংশ নেয় ২০টি দল। টুর্নামেন্ট পরিচালনায় ২০টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়।
মধ্যাহ্ন বিরতির পর থেকে আরম্ভ হয়ে প্রতিদিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বিগত ১৪ কর্মদিবসে কর্মী ও ব্যবস্থাপকের মধ্যে উত্তেজনার মাত্রা ছিলো সীমাহীন। প্রতিদিনই যেন ফাইনাল এমন উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয়েছে প্রতিটি ম্যাচ। অনুপ্রাণিত মুলক বাক্যে খেলোয়াড় এবং দর্শকদের মুখরিত করে রেখেছেন দুই ধারাভাষ্যকার।
সুপার এইট নির্ধারণে গ্রুপ পর্বে মোট ৪০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে দুই দল করে মোট আট দল নিয়ে সুপার এইট বা কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। আজ, ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার দ্য এজাইল এভেঞ্জার্স বনাম রাইসিং স্টার্স এর ম্যাচের মধ্য দিয়ে গ্রুপ পর্বের ইতি ঘটেছে। শেষ ম্যাচে রাইসিং স্টার্সকে ১-০ গোলে পরাজিত করে শেষ দল হিসেবে সুপার এইট নিশ্চিত করে এজাইল এভেঞ্জার্স।
ইতোমধ্যে যে ৮টি দল সুপার এইটে কোয়ালিফাই করেছে সে দল গুলো হলোঃ-
১) কমফিট ওয়ারিয়র্স ২) কমফিট হিরোস ৩) কমফিট এল্যায়েন্স ৪) রেইনবো এওপি ৫) গোল্ড স্টার্স ৬) রেস্টলেস নীটিং ৭) প্রিন্টিং প্ল্যানেট ৮) দ্য এজাইল এভেঞ্জার্স.
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ থেকে শুরু হতে যাচ্ছে নকআউট পর্ব। উন্মাদনায় কমফিট পরিবার। কে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন ?
আপডেট পেতে চোখ রাখুন goodbuzzbd.com নিউজ পোর্টালে।