কবে ঘোষণা হবে যুক্তরাষ্ট্রের ভোটের ফলাফল?
চলছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। নাগরিকরা ভোট দিয়ে নির্বাচন করবে কে পরবর্তী প্রেসিডেন্ট হবে। বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন কে জয়ী হবে তা স্বাভাবিকভাবেই বিশ্বব্যাপী একটি আলোচনার কারণ। সবার চিন্তা এখন একটি। ফলাফল কবে ঘোষণা হবে?
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সাধারণত ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফল ঘোষণা করে হয়ে যায়। তবে এবার যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, সেক্ষেত্রে এবার ফল ঘোষণায় দেরি হতে পারে।
বিভিন্ন জরিপে জানা যায়, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের মধ্যে লড়াই হবে সমানে সমানে। বিজয়ী প্রার্থীর সাথে অপরজনের খুব একটা ব্যবধান হবে না।
আট কোটির বেশি আমেরিকান এবার ডাকযোগে আগাম ভোট দিয়েছেন। সেই সুত্রে মঙ্গলবার বুথে গিয়ে ভোট দিতে পারেন মোট ভোটারের অর্ধেক। তাই বুথের ভোটের হিসেবে জয় নির্ধারণ নাও হতে পারে। ডাকযোগে যারা ভোট দিয়েছেন তাদের পেপার পৌছাতে এবং গণনা শেষ হতে মঙ্গলবার পেরিয়ে আরো কয়েকদিন সময় লাগতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
সূত্র- কালের কণ্ঠ