টেক্সটাইল পণ্য হবে গার্মেন্টস বর্জ্য থেকে!
মেসার্স জিংচেন টেক্সটাইল কম্পানি লিমিটেড প্রায় ৩কোটি ৫০লাখ ৩০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে মোংলা ইপিজেড এলাকায় একটি টেক্সটাইল কারখানা স্থাপন করতে যাচ্ছে। মূলত গার্মেন্টস বর্জ্য রিসাইকেল করে বছরে ২০হাজার মেট্রিক টন সুতা এবং ১২হাজার মেট্রিক টন ওভেন ফেব্রিক তৈরির পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি,এনডিসি,পিএসসির উপস্থিতিতে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ(বেপজা) এবং মেসার্স জিংচেন টেক্সটাইল কোম্পানি লিমিটেডের মধ্যে উক্ত চুক্তি সাক্ষরিত হয় গত রবিবার (৩নভেম্বর)।
চীনদেশের এই প্রতিষ্ঠানটিতে ৬০০জন বাংলাদেশী নাগরিককে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। জিংচেন টেক্সটাইল কোম্পানি কার্যক্রম শুরু হলে এটি মংলা ইপিজেড এলাকায় দ্বিতীয় টেক্সটাইল শিল্প হতে যাচ্ছে যেখানে বর্জ্য ব্যবহার করে টেক্সটাইল পণ্য উৎপাদন করা হবে।
সূত্র- কালের কন্ঠ