শপথ নিয়ে চট্টগ্রামের নতুন মেয়র যে প্রতিশ্রুতি দিলেন নগরবাসীকে!
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিলেন বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। ৩ নভেম্বর (রবিবার) সকাল সাড়ে ১০টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ তাকে শপথ বাক্য পাঠ করান। সচিবালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
শপথ শেষে তিনি জলাবদ্ধতা নিয়ে কথা বলেন। নগরবাসী জলাবদ্ধতা নিয়ে সমস্যায় আছে বহুবছর ধরে। মেয়র হিসেবে শপথ শেষে তিনি সাংবাদিকদের আলাপকালে এই কথা বলেন। তিনি জানান,” চট্টগ্রামের জলাবদ্ধতা দীর্ঘদীনের সমস্যা। এই সংকট নিরসন করে চট্টগ্রামকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে।” এছাড়াও তিনি বলেন, “জঙ্গি ও সন্ত্রাসের কথা বলে, দেশের পর্যটন খাতকে পিছিয়ে দেওয়া হয়েছে। এ খাতকে ঠিকমত ব্যবহার করা যায়নি।” অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামে পর্যটক খাতের উন্নয়ন করার কথা জানিয়েছেন বর্তমান চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেন।
সূত্র- দৈনিক ইত্তেফাক