একটু গুছিয়ে চ্যাটলিস্ট কে না রাখতে চায়? বন্ধুরা এক সাড়িতে, পরিবারের মানুষ এক সাড়িতে, চাকরিজীবন এক সাড়িতে! এমন সুবিধা শুধু কল্পনায় নয় তা বাস্তবায়ন করলো হোয়াটসঅ্যাপের নতুন আপডেট। ফলে চ্যাট ব্যবস্থাপনা এখন আরো উন্নত এবং সহজ হয়ে উঠেছে।

হোয়াটসঅ্যাপ জানায়, কাস্টম লিস্ট সুবিধা ব্যবহার করে ব্যবহারকারীরা এখন নিজের পছন্দ অনুযায়ী বিভাগ করতে পারবেন। পরিবার, কর্মক্ষেত্র কিংবা বন্ধুদের চ্যাট বা গ্রুপচ্যাটের আলাদা তালিকা পরিবর্তন করা যাবে। ফলে ব্যবহারকারী প্রয়োজনের সময় সহজেই গুরুত্বপূর্ণ কথোপকথনে মনোযোগ দিতে পারবেন। এছাড়াও সহজে চ্যাট লিস্ট থেকে প্রয়োজনীয় ব্যক্তি ও চ্যাট খুঁজে বের করা যাবে”

কাস্টম লিস্ট তৈরী করতে চ্যাট ট্যাবের ওপরের ফিল্টার থেকে + সাইনে ক্লিক করে নতুন তালিকার নাম লিখতে হবে এবং প্রয়োজনীয় ব্যক্তিকে যুক্ত করতে হবে। এভাবে ব্যবহারকারীগণ কাস্টম তালিকা ব্যবহার করতে পারবেন।

সূত্র- টাইমস অফ ইন্ডিয়া