দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের মাঠে নামে বাংলাদেশ বনাম নেপাল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মত শিরোপা জয়লাভ করে বাংলাদেশ নারী ফুটবল দল।

প্রথমার্ধে দুই দলই বেশ আক্রমণাত্মক খেললেও গোলের দেখা মিলে নি কোনো দল। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫১মিনিটে মনিকা চাকমা নিখুঁত শটে বল জালে জড়ায় নেপালের গোলপোস্টে। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ঠিক তার ৩মিনিট পরই পিছিয়ে থাকা দলকে সমতায় ফেরান নেপাল দলের আমিশা কার্কি।

হোমগ্রাউন্ডে দল সমতায় ফেরায় দর্শক মেতে উঠে নেপালের গোল উল্লাসে। সমতায় ফেরার পর দুই দলই জয়লাভের জন্য আরো আক্রমণাত্মক খেলতে থাকে। শেষে ৮২মিনিটে বাম প্রান্ত থেকে ডিবক্সের বাহিরে থেকে জোরালো শটে গোল দেয় ঋতুপর্ণা চাকমা।

বাকিসময়ে গোল না হওয়াতে ২-১ গোলে জয়লাভ করে বাংলাদেশ নারী ফুটবল দল। পর পর দুইবার সাফ চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখালো বাংলাদেশ নারী ফুটবল দল। এই জয়ে গুডবাজবিডি টিমের পক্ষ থেকে বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন।