স্পেন ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে থাকা ডিফেন্ডিং মিডফিল্ডার রদ্রির হাতে উঠলো এবারের ব্যালনডি’অর। রদ্রির পূর্বে ১৯৬০ সালে স্পেনের হয়ে লুইস সুয়ারেজ ব্যালন ডি’অর জিতেছেন। ব্যালন ডি’অর হাতে দ্বিতীয় স্প্যানিশ তারকা হলো রদ্রি।

১. মেন’স ব্যালন ডি’অর ২০২৪
রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)


২. উইমেন’স ব্যালন ডি’অর ২০২৪
আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)


৩. মেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি
কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)


৪. উইমেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি
এমা হেইস (চেলসি)


৫. গার্ড মুলার ট্রফি
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, পিএসজি) ও হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ)


৬. লেভ ইয়াশিন ট্রফি
এমি. মার্টিনেজ (আর্জেন্টিনা, অ্যাস্টন ভিলা)


৭. রেমন্ড কোপা ট্রফি
লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)


৮. সক্রেটিস পুরস্কার
হেনি হেরমোসো(স্পেন,তাইগ্রেস)


৯. ছেলেদের বর্ষসেরা ক্লাব
রিয়াল মাদ্রিদ


১০. মেয়েদের বর্ষসেরা ক্লাব
বার্সেলোনা

সুত্র- প্রথম আলো