লালমাটিয়ায় চলছে চিত্রপ্রদর্শনী “অস্তিত্বের প্রতিধ্বনি”, চলবে ১১নভেম্বর পর্যন্ত!
“অস্তিত্বের প্রতিধ্বনি” নামে রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্রে শুরু হয়েছে শিল্পী রিপন সাহার একক প্রদর্শনী। কার্টুন শিল্পী শিশির ভট্টাচার্য শনিবার তার ৭৮টি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী উদ্বোধন করেন। এই প্রদর্শনী নিয়ে তিনি বলেন, “পিকটোরিয়াল” ও “ভিজ্যুয়াল” জগৎ নিয়ে যারা চলেন, তাঁদের এ প্রদর্শনী দেখা উচিত। ভালো না লাগার ভাষাটা কি? তা বুঝতে হলেও এ প্রদর্শনী দেখা প্রয়োজন।”
চট্টগ্রাম থেকে শিল্পী রিপন সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। তার জনসমাগম এড়িয়ে চলা এবং ছবির বিভিন্ন কৌশল নিয়ে ব্যাখ্যা করেন কার্টুন শিল্পী শিশির ভট্টাচার্য। ২৬ অক্টোবর,২০২৪ থেকে শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হবে আগামী ১১নভেম্বর,২০২৪ তারিখে। এই সময়কালে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত “অস্তিত্বের প্রতিধ্বনি” সবার জন্য উন্মুক্ত থাকবে।
সুত্র- প্রথম আলো