ক্রিকেটপ্রেমীদের জন্য আজকের দিনটি হতে যাচ্ছে রোমাঞ্চে ভরপুর। একদিকে রয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ, অন্যদিকে চলছে ঐতিহাসিক টেস্ট ম্যাচের শেষ দিন। পাশাপাশি মাঠে নামছে কিংবদন্তিদেরও। চলুন দেখে নিই আজ টেলিভিশনের পর্দায় কোন কোন খেলা উপভোগ করা যাবে—

চতুর্থ টি-টোয়েন্টি: ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া
দিনের শুরুতেই মুখোমুখি হচ্ছে ক্যারিবিয়ান ও অজি বাহিনী। সিরিজে উত্তেজনা তুঙ্গে, তাই ম্যাচটি হতে যাচ্ছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
📺 ভোর ৫টা | টি স্পোর্টস

ইংল্যান্ড-ভারত চতুর্থ টেস্ট: শেষ দিন
ওল্ড ট্রাফোর্ডে চলছে সিরিজ নির্ধারণী টেস্ট ম্যাচ। চতুর্থ দিনের উত্তাপের পর আজ ফয়সালা হতে পারে জয়ের।
📺 বিকেল ৪টা | সনি স্পোর্টস ১ ও ৫

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস
প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সাবেক তারকারা। দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও ভারত। পুরোনো নায়কদের নতুন করে দেখার সুযোগ!
📺 অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা | দুপুর ২টা | স্টার স্পোর্টস ১
📺 ইংল্যান্ড-ভারত | সন্ধ্যা ৬টা | স্টার স্পোর্টস ১

আজকের দিনজুড়ে খেলা থাকছে পরিপূর্ণ। পছন্দমতো চ্যানেল চালিয়ে বসে পড়ুন, উত্তেজনার ঘনঘটা অপেক্ষায়!