আজ টেলিভিশনের পর্দায় দিনভর জমজমাট ক্রিকেটের আয়োজন। টেস্ট থেকে টি-টোয়েন্টি, যুব দল থেকে কিংবদন্তিদের ম্যাচ—ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে নানা স্বাদের লড়াই।

ওল্ড ট্রাফোর্ডে চলছে হাইভোল্টেজ টেস্ট ম্যাচ
ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের গুরুত্বপূর্ণ চতুর্থ দিন মাঠে গড়াবে আজ। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস টেন ১, বিকেল ৪টা থেকে।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপার লড়াই
দিনের সবচেয়ে আলোচিত ম্যাচ হতে যাচ্ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ফাইনাল। হাইভোল্টেজ এই ম্যাচ শুরু হবে বিকেল ৫টা থেকে, দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে আজ ডাবল হেডার
সাবেক তারকাদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া, বিকেল ৫টা ৩০ মিনিটে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, রাত ৯টা ৩০ মিনিটে। দুটি ম্যাচই সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১।

যুবাদের ত্রিদেশীয় সিরিজেও উত্তাপ
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল আজ মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ১৫ মিনিটে এবং সরাসরি দেখা যাবে জিম্বাবুয়ে ক্রিকেটের ইউটিউব চ্যানেলে।

ভোরে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া
ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আজ ভোর ৫টা থেকে মাঠে গড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার লড়াই। যারা মিস করেছেন, পুনঃপ্রচার হয়তো দেখতে পারবেন টি স্পোর্টস চ্যানেলে।

📺 সারাদিনই তাই টিভির সামনে বসে থাকার মতো আয়োজন। পছন্দের চ্যানেল ঘুরিয়ে নিয়ে উপভোগ করুন আজকের ক্রিকেট উৎসব। 🏏