সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে ভুটানের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়, সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস

এদিন সন্ধ্যায় একই টুর্নামেন্টে আরেক ম্যাচে শ্রীলঙ্কা ও নেপাল মুখোমুখি হবে। ম্যাচটি দেখা যাবে সন্ধ্যা ৭টায় টি স্পোর্টস-এ।

রাতের খেলায় রয়েছে আরও উত্তেজনা।
গ্লোবাল সুপার লিগে আজ মাঠে নামবে সেন্ট্রাল ডিসট্রিক্টস ও রংপুর। এই ম্যাচটি রাত ৮টায় শুরু হবে এবং সম্প্রচার করবে সনি স্পোর্টস ৫টি স্পোর্টস ডিজিটাল

দিনের শেষ প্রান্তে ইংল্যান্ডের জনপ্রিয় ভাইটালিটি ব্ল্যাস্ট টি-টোয়েন্টি লিগে মুখোমুখি হবে ইয়র্কশায়ার ও ল্যাঙ্কাশায়ার। ঐতিহ্যবাহী এই লড়াই শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে, দেখা যাবে সনি স্পোর্টস ৫-এ।

📺 সারাংশে আজকের খেলার সূচি:

  • সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল:
    • বাংলাদেশ বনাম ভুটান – বেলা ৩টা, টি স্পোর্টস
    • শ্রীলঙ্কা বনাম নেপাল – সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস
  • 🏏 গ্লোবাল সুপার লিগ:
    • সেন্ট্রাল ডিসট্রিক্টস বনাম রংপুর – রাত ৮টা, সনি স্পোর্টস ৫, টি স্পোর্টস ডিজিটাল
  • 🏏 ভাইটালিটি ব্ল্যাস্ট টি-টোয়েন্টি:
    • ইয়র্কশায়ার বনাম ল্যাঙ্কাশায়ার – রাত ১১:৩০, সনি স্পোর্টস ৫