দেশের অন্যতম বৃহৎ রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠান কমিফট কম্পোজিট নীট লিমিটেড নিয়োগ দিচ্ছে সহকারী মারচেন্ডাইজার পদে। দক্ষ ও উদ্যমী পেশাজীবীদের জন্য এটি একটি চমৎকার কর্মসংস্থানের সুযোগ।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনা কাঠামোর মাধ্যমে দেশের তৈরি পোশাক খাতে অবদান রেখে চলেছে। বর্তমানে এখানে ১৩ হাজারের বেশি কর্মী নিয়োজিত রয়েছেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা:

আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বস্ত্র প্রকৌশলে স্নাতক (B.Sc in Textile Engineering) ডিগ্রি থাকতে হবে। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
প্রার্থীদের থাকতে হবে:

  • নিট ফ্যাব্রিক, গার্মেন্টস কনস্ট্রাকশন ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা
  • কস্টিং, প্রাইসিং ও কনজাম্পশন ক্যালকুলেশনে দক্ষতা
  • MS Excel, ERP সিস্টেম ও ইমেইল যোগাযোগে পারদর্শিতা
  • সময় ব্যবস্থাপনা ও সমস্যা সমাধানের সক্ষমতা
  • কমপ্লায়েন্স ও শিপমেন্ট প্রসিডিউর বিষয়ে ধারণা

অভিজ্ঞতা: গার্মেন্টস/টেক্সটাইলের IE বিভাগে ১-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

দায়িত্বসমূহ:

  • ডিজাইন ও স্যাম্পল বিভাগের সঙ্গে সমন্বয় করে সময়মতো স্যাম্পল ডেভেলপমেন্ট নিশ্চিত করা
  • স্যাম্পল সাবমিশন, বাইয়ার অ্যাপ্রুভাল ও মন্তব্যগুলো নিয়মিত ফলোআপ করা
  • ল্যাব ডিপ, ট্রিমস, অ্যাকসেসরিজ ও ফ্যাব্রিক ডেভেলপমেন্ট সংক্রান্ত অনুমোদনসমূহ সময়মতো সম্পন্ন করা
  • TNA (Time & Action) মনিটরিং ও আপডেট রাখা

বেতন ও সুযোগ-সুবিধা:

বেতন– আলোচনা সাপেক্ষে
সুবিধা– কোম্পানির নীতিমালা অনুযায়ী (প্রতিষ্ঠানটি প্রতিযোগিতামূলক বেতন কাঠামো, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রশিক্ষণ ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ প্রদান করে থাকে)।

📩 আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়:
✉️ hrocckl@youthbd.com অথবা comfitjobs@youthbd.com

শিল্প খাতে কর্মসংস্থানের এই সুযোগ তরুণ পেশাজীবীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন কোম্পানির কর্ণধারগন।