আজ সোমবার টিভি দর্শকদের জন্য রয়েছে ক্রিকেটে ভরপুর একটি দিন। লর্ডস টেস্টের শেষ দিন থেকে শুরু করে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচ – সব মিলিয়ে উত্তেজনায় ভরপুর আজকের ক্রীড়া সূচি।

🏏 লর্ডস টেস্টের নিষ্পত্তির দিন: ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ঐতিহাসিক লর্ডস টেস্ট আজ গড়াচ্ছে পঞ্চম তথা শেষ দিনে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ১ ও ৫, বিকেল ৪টা থেকে।

🏆 ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচনা: জিম্বাবুয়ের মাটিতে আজ শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নাম প্রকাশের অপেক্ষায় থাকা তৃতীয় দলের অংশগ্রহণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আজকের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টসে বিকেল ৫টা থেকে।

🌍 গ্লোবাল সুপার লিগে ভোরের লড়াই: দিনের শুরুতেই রয়েছে গ্লোবাল সুপার লিগে গায়ানা ও দুবাইয়ের মধ্যকার ম্যাচ। খেলা সম্প্রচারিত হবে টি স্পোর্টসে, ভোর ৫টা থেকে।

🏏 কিংস্টন টেস্টের তৃতীয় দিন: ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচটি আজ গড়াবে তৃতীয় দিনে। খেলাটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে, রাত ১২টা ৩০ মিনিটে।

🎥 টিভির পর্দায় থাকছে রোমাঞ্চ, স্ট্র্যাটেজি ও প্রতিযোগিতার সংমিশ্রণ। ক্রীড়াপ্রেমীরা প্রস্তুত হয়ে যান আজকের উত্তেজনাময় ম্যাচগুলো উপভোগ করতে।