বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে নিয়োগ, আকর্ষণীয় বেতন স্কেল
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চতর বেতন স্কেলের এসব পদে মোট ২৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করে ডাকযোগে/সরাসরি সাত সেট আবেদনপত্র পাঠাতে হবে।
🧾 নিয়োগযোগ্য পদসমূহ ও বেতন স্কেল:
🔹 ৫০,০০০–৭১,২০০ টাকা স্কেলভুক্ত পদসমূহ:
- প্রধান প্রকৌশলী – ১ জন
- প্রধান খামার তত্ত্বাবধায়ক – ১ জন
- অতিরিক্ত রেজিস্ট্রার (সংস্থাপন) – ১ জন
- অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক – ১ জন
- এডিশনাল রেজিস্ট্রার (শিক্ষা) – ১ জন
- এডিশনাল ডিরেক্টর (পরিকল্পনা ও উন্নয়ন) – ১ জন
🔹 ৪৩,০০০–৬৯,৮৫০ টাকা স্কেলভুক্ত পদসমূহ:
- পরিচালক, ক্রীড়া প্রশিক্ষণ – ১ জন
- ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন) – ২ জন
- ডেপুটি ট্রেজারার – ১ জন
- ডেপুটি লাইব্রেরিয়ান (দুইটি ভিন্ন দায়িত্বে) – ২ জন
- উপ-পরিচালক (অডিট, সংস্থাপন ও পরিকল্পনা/উন্নয়ন) – ৩ জন
🔹 ৩৫,৫০০–৬৭,০১০ টাকা স্কেলভুক্ত পদসমূহ:
- নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) – ১ জন
- নির্বাহী প্রকৌশলী (পানি সরবরাহ ও স্যানিটেশন) – ১ জন
- সিনিয়র সহকারী রেজিস্ট্রার/খামার তত্ত্বাবধায়ক – ১ জন
🔹 ২৯,০০০–৬৩,৪১০ টাকা স্কেলভুক্ত পদসমূহ:
- সহকারী পরিচালক (ছাত্রকল্যাণ, ক্রীড়া, পরিকল্পনা) – ৩ জন
- সহকারী রেজিস্ট্রার (সংস্থাপন, উচ্চশিক্ষা ও গবেষণা) – ২ জন
🔹 ২২,০০০–৫৩,০৬০ টাকা স্কেলভুক্ত পদ:
- সহকারী প্রকৌশলী – ১ জন
📤 আবেদন পদ্ধতি:
প্রার্থীদেরকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণের পর তা প্রিন্ট করে সাত (৭) সেটে আবেদনপত্র ডাকযোগে/সরাসরি জমা দিতে হবে।
💳 আবেদন ফি:
প্রতি পদের জন্য ২০০ টাকা আবেদন ফি অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।
📅 আবেদনের শেষ তারিখ: ২২ জুলাই ২০২৫
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে অনুরোধ জানানো হচ্ছে। বিস্তারিত তথ্য ও আবেদনের নিয়মাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।