৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা: পিএসসির কঠোর নির্দেশনা, পরীক্ষা শুরু ২৪ জুলাই
৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৪ জুলাই, যা চলবে ৩ আগস্ট পর্যন্ত। এরপর পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত। পরীক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রে বই, মোবাইল ফোন, ঘড়ি, অলংকার, ক্যালকুলেটরসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালীন এসব সামগ্রী পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। এমনকি তাঁকে ভবিষ্যতের সব নিয়োগ পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণাও করা হবে।
পরীক্ষার্থীদের জন্য পিএসসির নির্দেশনা:
১. পরীক্ষার হলে প্রবেশের আগে বই, ব্যাগ, ঘড়ি, গয়না, মোবাইল, ক্যালকুলেটর বা ব্যাংক কার্ড সদৃশ যেকোনো ডিভাইস ফেলে রাখতে হবে।
২. পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় প্রবেশপত্র দেখাতে হবে এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে দেহ তল্লাশি করা হবে, যা পুলিশের উপস্থিতিতে সম্পন্ন হবে।
৩. নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না রাখার জন্য প্রতিটি পরীক্ষার্থীকে এসএমএস পাঠানো হবে, যা অবশ্যই অনুসরণ করতে হবে।
৪. পরীক্ষার সময় কানের ওপর কোনো আবরণ রাখা যাবে না। কেউ হিয়ারিং এইড ব্যবহার করতে চাইলে, তা কমিশনের অনুমোদন সাপেক্ষে করতে হবে।
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০২৪ সালের ৯ মে। সে সময় ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। পরে পিএসসি সম্ভাব্য বৈষম্য দূর করতে পুনঃমূল্যায়নের সিদ্ধান্ত নেয় এবং অতিরিক্ত ১০ হাজার ৭৫৯ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করে। সর্বমোট ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
এবারের বিসিএসে সর্বাধিক নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে—সহকারী সার্জন পদে ১,৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন। এরপর শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে ৫২০ জন প্রার্থী নিয়োগ পাবেন।
প্রার্থীদের সময়মতো প্রস্তুতি নিতে এবং নির্দেশনাগুলো কঠোরভাবে মানতে অনুরোধ জানিয়েছে পিএসসি।