আজ টিভিতে খেলাধুলার জমজমাট আয়োজন (২ জুলাই ২০২৫)
আজ বুধবার ক্রিকেট, ফুটবল ও টেনিস মিলিয়ে দর্শকদের জন্য রয়েছে নানা রকমের ক্রীড়াযজ্ঞ।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে শুভসূচনা:
আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়, যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
এজবাস্টনে শুরু ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট:
ইংল্যান্ড সফরে ভারতের দ্বিতীয় টেস্ট আজ শুরু হচ্ছে এজবাস্টনে। ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস ১ ও ৫-এ বিকেল ৪টা থেকে।
উইম্বলডনের উত্তেজনা অব্যাহত:
টেনিসপ্রেমীদের জন্য আজ রয়েছে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড। খেলা শুরু হবে বিকেল ৪টা থেকে, সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২।
ক্লাব বিশ্বকাপেও আজ উত্তেজনা:
সকালে রয়েছে ক্লাব বিশ্বকাপের আরেকটি ম্যাচ। ডর্টমুন্ড ও মন্তেরেই মুখোমুখি হবে আজ সকাল ৭টায়। ম্যাচটি দেখা যাবে ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপে।
🎯 খেলাধুলার ভক্তদের জন্য আজ দিনটি দারুণ জমজমাট — ক্রিকেট, ফুটবল ও টেনিসে চোখ রাখুন পছন্দের পর্দায়!