আজ (১ জুলাই) দিনজুড়ে ক্রীড়ামোদীদের জন্য টেলিভিশনের পর্দায় থাকছে একাধিক জমজমাট খেলার আয়োজন। ক্লাব বিশ্বকাপে আজ সকালে মুখোমুখি হচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও সৌদি আরবের আল হিলাল। অন্যদিকে, মধ্যরাতে মাঠে নামবে ইউরোপের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদজুভেন্টাস

এছাড়া উইম্বলডনে শুরু হচ্ছে পুরুষ ও নারী এককের প্রথম রাউন্ড খেলা, যেখানে কোর্টে নামবেন অনেক শীর্ষস্থানীয় টেনিস তারকা।

এদিকে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বুলাওয়ে টেস্টের চতুর্থ দিনের খেলা চলবে আজও, ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস

🔹 দিনভর খেলা দেখা যাবে যেসব চ্যানেলে ও প্ল্যাটফর্মে:

  • 🏏 বুলাওয়ে টেস্ট, ৪র্থ দিন
    ⏰ দুপুর ২টা | 📺 টি স্পোর্টস
  • 🎾 উইম্বলডন (১ম রাউন্ড)
    ⏰ বিকেল ৪টা | 📺 স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২
  • ক্লাব বিশ্বকাপ – ২য় রাউন্ড
    🔸 ম্যানচেস্টার সিটি vs আল হিলাল
    ⏰ সকাল ৭টা | 🌐 ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ 🔸 রিয়াল মাদ্রিদ vs জুভেন্টাস
    ⏰ রাত ১টা | 🌐 ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ 🔸 ডর্টমুন্ড vs মন্তেরেই
    ⏰ পরদিন সকাল ৭টা | 🌐 ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ

দর্শকদের জন্য আজকের দিন হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ খেলার ভাণ্ডার। সকালের শুরু থেকে পরদিন সকাল পর্যন্ত একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচ ছড়িয়ে দেবে খেলার রোমাঞ্চ।