যন্ত্রপাতি নির্মাতা হিসেবে বিশ্বজোড়া পরিচিত স্যার জেমস ডাইসন, এবার তাঁর উদ্ভাবনী চিন্তা প্রয়োগ করেছেন কৃষিক্ষেত্রে। ইংল্যান্ডের ২৬ একর জুড়ে বিস্তৃত ডাইসন ফার্মিং-এর আধুনিক গ্লাসহাউসে প্রতিনিয়ত চাষ হচ্ছে ১২ লাখ ২৫ হাজার স্ট্রবেরি গাছ। তবে চমক এখানেই শেষ নয়—এই চাষ হচ্ছে ফেরিস হুইল আকৃতির কাঠামোতে

সম্প্রতি শেষ হওয়া ডাইসনের হাইব্রিড ভার্টিক্যাল গ্রোইং সিস্টেম এর পরীক্ষামূলক প্রয়োগ সব প্রত্যাশা ছাড়িয়ে গেছে। এই অভিনব ব্যবস্থায় ফলনের পরিমাণ বেড়েছে ২৫০ শতাংশ, এবং পাশাপাশি ফলের গুণগতমানও হয়েছে উন্নত।

প্রচলিত পদ্ধতিতে সরল লাইনে স্ট্রবেরি চাষ না করে, এখানে ব্যবহার করা হয়েছে ১৬ ফুট উচ্চতার ঘূর্ণনযোগ্য অ্যালুমিনিয়াম রিগ, যা দেখতে অনেকটা ফেরিস হুইলের মতো। দুইটি বিশাল রিগ, যা দুইটি ডাবল ডেকার বাস পাশাপাশি রাখলে যতটা জায়গা লাগে, ঠিক তত বড়। এই রিগে লাগানো ট্রেতে গাছগুলো দিনভর সূর্যালোকের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ঘুরে ঘুরে আলো পায়, আর শীতে কম আলো হলে এলইডি লাইট দিয়ে আলো সরবরাহ করা হয়।

গাছের গোড়ায় পানি সরবরাহ নিষ্কাশনের জন্য একটি নতুন ধরনের সিস্টেম চালু রয়েছে, যা গাছের স্বাস্থ্য ঠিক রাখতে সহায়তা করে।

এই আধুনিক গ্লাসহাউসে আরও রয়েছে রোবট প্রযুক্তির বিস্ময়। এখানে রোবটগুলো দৃষ্টি শারীরিক নিয়ন্ত্রণ প্রযুক্তির মাধ্যমে কেবলমাত্র পরিপক্ব ফল তুলে নেয়। অন্য কিছু রোবট রাতে গাছের পাশে রেললাইনের মতো পথে চলাফেরা করে ইউভি আলো ছড়িয়ে ছত্রাক রোধ করে। কীটনাশকের পরিবর্তে, রোবটই শত্রু পোকা দমনকারী উপকারী পোকা ছড়িয়ে দেয়, যা পরিবেশবান্ধব এবং নিরাপদ।

এই গ্লাসহাউসের পাশেই রয়েছে ডাইসনের অ্যানারোবিক ডাইজেস্টার, যা কাছাকাছি খামার থেকে সংগৃহীত ফসল থেকে জৈব গ্যাস তৈরি করে। সেই গ্যাস দিয়ে চালিত জেনারেটর থেকে উৎপন্ন হয়:

  • বিদ্যুৎ, যা প্রায় ১০ হাজার ঘরের চাহিদা মেটাতে সক্ষম।
  • তাপ CO₂, যা গ্লাসহাউসে সরবরাহ করে সারা বছর চাষের অনুকূল পরিবেশ নিশ্চিত করে।

সবশেষে, যেসব জৈব পদার্থ ডাইজেস্টারে ব্যবহৃত হয়, তার অবশিষ্টাংশ জৈব সার হিসেবে জমিতে ফেরত দেওয়া হয়, যা ফসলের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে

স্যার জেমস ডাইসন নিজেই বলেন, “এই উদ্ভাবন দেখায়, প্রযুক্তি আর কৌশল প্রয়োগ করলে কৃষিক্ষেত্রে কত দূর এগোনো সম্ভব।”

ডাইসনের এই প্রকল্প শুধু স্ট্রবেরি নয়, বরং টেকসই কৃষি ও ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার নতুন দিগন্ত উন্মোচন করছে।