ঘুরে দাঁড়ানোর গল্প যেন রিয়াল মাদ্রিদের অভ্যাস, এবার যোগ হলো ভিনিসিয়ুসের হ্যাটট্রিক উৎসব!
ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ গতকালের গ্রুপ পর্বের ম্যাচে অনুষ্ঠিত হয় স্প্যানিশ জায়েন্ট ক্লাব রিয়াল মাদ্রিদ বনাম জার্মানলীগের খ্যাতনামা ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে বরুসিয়া ডর্টমুন্ড। ৩০ মিনিটে মালেন এবং ৩৪ মিনিটে গিট্টেন্স এর গোল জয়ের স্বপ্ন দেখতে থাকে বরুসিয়া ডর্টমুন্ড।
কিন্তু এই স্বপ্ন গুড়েবালিতে পরিণত করলো ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। খেলার ৬০ মিনিটের মাথায় জার্মান ডিফেন্ডার এন্তোনিও রুদিগার গোল করে সূচনা করলো চিরচেনা রিয়াল মাদ্রিদের। এরপর শেষ ৩০ মিনিটের যুক্ত হয় আরো ৪গোল। ভিনিসিয়ুসের পূরণ হয় হ্যাটট্রিক সাথে লুকাস ভাসকেজের এক গোল।
রেফারির শেষ বাঁশি যখন বাজে তখন ম্যাচের ফলাফল রিয়াল মাদ্রিদ ৫- ২ বরুশিয়া ডর্টমুন্ড। এ যেন চিরচেনা রিয়াল মাদ্রিদ। ম্যাচের শেষে ঘুরে দাঁড়ানো স্কোর তাদের অভ্যাসে পরিণত। ম্যাচ সেরা হ্যাটট্রিক হিরো ভিনিসিয়ুস।
একই রাতে চ্যাম্পিয়ন্স লীগের অন্য ম্যাচে স্টুর্টগার্টের পরাজয় ঘটে জুভেন্টাসের সাথে ১-০ গোলে। এছাড়াও পিএসজি ড্র করে আইন্দহোফেনের সাথে ১-১ গোলে, শাখতার দোনেৎস্কের বিপক্ষে জয় লাভ করে আর্সেনাল ১-০ গোলে, বোলোনিয়ার সাথে জিতেছে অ্যাস্টন ভিলা ২-০ গোলে।
সূত্র- প্রথম আলো