আজকের টিভি আয়োজন (ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই)
আজ (২৬ জুন ২০২৫) টেলিভিশন পর্দায় ক্রীড়াপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক জমজমাট দিন। সকালে রয়েছে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের খেলা, আর রাতে ফুটবলে রয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ – জুভেন্টাস বনাম ম্যানচেস্টার সিটি।
🏏 ক্রিকেট:
কলম্বো টেস্ট
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় দিনের খেলা শুরু হবে সকাল ১০টা ১৫ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
ব্রিজটাউন টেস্ট
অন্যদিকে, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় দিনের খেলা শুরু হবে রাত ৮টায়, দেখানো হবে টি স্পোর্টসে।
⚽ ফুটবল (ফিফা ক্লাব বিশ্বকাপ):
সকালের ম্যাচগুলো:
- ইন্টার মিলান বনাম রিভার প্লেট – সকাল ৭টা
- উরাওয়া রেড ডায়মন্ডস বনাম মন্তেরই – সকাল ৭টা
(উভয় ম্যাচ দেখা যাবে DAZN ওয়েবসাইট ও অ্যাপে)
রাতের ম্যাচগুলো:
- জুভেন্টাস বনাম ম্যানচেস্টার সিটি – রাত ১টা
- উইদাদ কাসাব্লাঙ্কা বনাম আল আইন – রাত ১টা
(দুটি ম্যাচই দেখা যাবে DAZN ওয়েবসাইট ও অ্যাপে)
আজকের দিনটি তাই ক্রিকেট ও ফুটবলের ভক্তদের জন্য একই সঙ্গে রোমাঞ্চকর ও ব্যস্ত হয়ে উঠতে চলেছে। প্রস্তুত থাকুন টিভি রিমোট ও স্ট্রিমিং অ্যাপ হাতে রেখে!