বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী আজ। ১৯২৯ সালের আজকের এই দিনে বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম আলোচিত কবি শামসুর রহমানের জন্ম। তারই স্মরণে আজ বিকেল ৪টায় আলোচনা সভা আয়োজন করেছে বাংলা একাডেমী।

“স্বাধীনতা তুমি” কবিতাটি আমাদের মনে গেঁথে আছে জীবনের প্রতিটি পর্যায়ে। আর এই কালজয়ী কবিতার লেখক শামসুর রহমান। যার কারণে তাকে বলা হয়ে স্বাধীনতার কবি, কবিতার বরপুত্র। তার এই কবিতায় মিশে আছে বাঙালির বিভিন্ন আন্দোলন সংগ্রাম। স্বাধীন হওয়ার যে সুখ তা আমরা খুঁজে পাই এই কবিতা থেকে। এছাড়াও তার বিভিন্ন কবিতা, প্রবন্ধ বাংলা সাহিত্যে এনেছে নতুন একরূপ। তিনি তার কবিতায় নগরকে ফুটিয়ে তুলেছেন এবং ব্যক্তিজীবনেও তিনি ছিলেন একজন শহুরে ব্যক্তি। যার কারণে তাকে “নাগরিক কবি” বলা হয়।

নাগরিক কবির ৯৫তম জন্মবার্ষিকীতে আজ বাংলা একাডেমির আলোচনা সভায় অংশ নিবেন কবি মজিদ মাহমুদ, কবি চঞ্চল আশরাফ ও লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ। সভায় সভাপতিত্ব করবেন মোহাম্মদ আজম(মহাপরিচালক, বাংলা একাডেমী)।

১৭আগট, ২০০৬ সালে ইহকাল হতে বিদায় নেয়া এই কবি আজও বেঁচে আছেন বাঙালির হৃদয়ে।

  • সূত্র কালের কন্ঠ