আজ সোমবার (২৩ জুন) টিভি পর্দায় দর্শকদের জন্য রয়েছে বেশ কিছু আকর্ষণীয় খেলা। ক্লাব বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচগুলো থেকে শুরু করে হেডিংলি টেস্টের উত্তেজনাপূর্ণ চতুর্থ দিন—সবকিছুই থাকছে সরাসরি সম্প্রচারে।

হেডিংলি টেস্ট: চতুর্থ দিন
ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের চতুর্থ দিনের খেলা আজ অনুষ্ঠিত হবে হেডিংলিতে।
📺 দেখুন বিকেল ৪টা থেকে
📡 চ্যানেল: সনি স্পোর্টস ১ ও ৫

ফিফা ক্লাব বিশ্বকাপ
আজ মাঠে নামছে ইউরোপের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ আরব আমিরাতের ক্লাব আল আইন। এ ছাড়াও রাতের ম্যাচে মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ ও ব্রাজিলের ক্লাব বোতাফোগো। একই সময়ে যুক্তরাষ্ট্রের সিয়াটল ক্লাব খেলবে ফ্রান্সের প্যারিস সাঁ জারমাঁর (পিএসজি) বিপক্ষে।

ম্যানচেস্টার সিটি vs আল আইন
🕖 সকাল ৭টা
🌐 লাইভ: ডিএজেডএন (DAZN) ওয়েবসাইট ও অ্যাপ

আতলেতিকো মাদ্রিদ vs বোতাফোগো
সিয়াটল vs পিএসজি
🕐 রাত ১টা
🌐 লাইভ: ডিএজেডএন (DAZN) ওয়েবসাইট ও অ্যাপ

আজকের দিনটি তাই ক্রীড়ামোদীদের জন্য বেশ রোমাঞ্চকর হতে চলেছে—সকাল থেকে রাত অবধি জমজমাট সব খেলা দেখা যাবে ঘরে বসেই!