বর্ষায় সাপে কামড়ালে কী করবেন – সতর্ক থাকুন, বাঁচাতে পারবেন জীবন
বর্ষা মানেই নদী-খাল, মাঠ-ঘাট পানিতে পূর্ণ আর সবুজে ঢাকা প্রকৃতি। তবে এই সময়েই বেড়ে যায় সাপের উপদ্রব। জুন-জুলাইতে, বিশেষ করে বৃষ্টির পরে গর্ত ভরে গেলে, সাপ আশেপাশে বসতি ও মাঠে বেরিয়ে আসে। এতে কৃষক ও গ্রামীণ মানুষের ঝুঁকি অনেক বেড়ে যায়।
সাপে কামড়ালে প্রথম করণীয় কী?
বিশেষজ্ঞরা বলছেন, সর্বপ্রথম রোগীকে সরকারি হাসপাতালে নিতে হবে। গ্রাম্য ও ভুয়া চিকিৎসকের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এতে সময় নষ্ট হয়ে প্রাণহানি ঘটতে পারে।
কী লক্ষণ দেখে বুঝবেন সাপটি বিষধর?
- বুকে চাপ
- কথা বলতে কষ্ট
- শরীর অবশ হওয়া
- ঘুম ঘুম ভাব
এসব লক্ষণ দেখা দিলে এক মুহূর্তও দেরি করা উচিত নয়। এমনকি কিছু বিষধর সাপ (যেমন কোবরা) কামড়ের দাগ না রেখেও প্রাণঘাতী হতে পারে।
প্রাথমিক করণীয়:
- কামড়ের স্থানটি ব্যান্ডেজ করুন
- রোগীকে যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিন
- কামড়ানো স্থান না কাটুন, না চুষে বিষ বের করতে চেষ্টা করুন
প্রতিরোধে করণীয়:
- মাঠে কাজ করার সময় রাবারের বুট পরুন
- হাত ঢেকে রাখুন
- সতর্ক হয়ে চলাফেরা করুন
চিকিৎসকরা জানাচ্ছেন, সময়মতো চিকিৎসা পেলে ৯৯% ক্ষেত্রে প্রাণ রক্ষা সম্ভব। তাই সাপে কামড়ালে ভয় না পেয়ে সঠিক পদক্ষেপ নিন — সচেতন থাকুন, সুস্থ থাকুন।