এক লাখের বেশি শিক্ষক নিয়োগে এনটিআরসিএর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পরিসরে শিক্ষক নিয়োগ দেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অনুযায়ী, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১ লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
নিয়োগের মধ্যে স্কুল ও কলেজে ৪৬,২১১ জন, মাদ্রাসায় ৫৩,৫০১ জন এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় ১,১১০ জন শিক্ষক নিয়োগ পাবে।
আবেদন শুরু হবে ২২ জুন দুপুর ১২টায় এবং চলবে ১৩ জুলাই পর্যন্ত। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর (৪ জুন ২০২৫ তারিখ অনুযায়ী) এবং আবেদন ফি ১,০০০ টাকা।
আবেদন করা যাবে এনটিআরসিএ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনকারীরা সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠানে পছন্দক্রম দিতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি এনটিআরসিএর ওয়েবসাইটে “৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি” বিভাগে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে।
নারীদের জন্য এবার কোনো কোটা থাকবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।