চূড়ান্ত মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজকে টপকে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে খেলছে বাংলাদেশ। চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে রাউন্ড-রবিন ভিত্তিক এই প্রতিযোগিতা। অংশগ্রহণকারী প্রতিটি দল খেলবে ৭টি করে ম্যাচ।

৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২ অক্টোবর, কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে।

এরপর ৭ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানার দল। ১০, ১৩ ও ১৬ অক্টোবর তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে বিশাখাপত্তনমে যথাক্রমে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।

২০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে এবং ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

লিগের শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু নির্ভর করবে পাকিস্তান দলের পারফরম্যান্সের ওপর।

বাংলাদেশের বিশ্বকাপ সূচি (২০২৫):

  • ২ অক্টোবর – পাকিস্তান (কলম্বো)
  • ৭ অক্টোবর – ইংল্যান্ড (গুয়াহাটি)
  • ১০ অক্টোবর – নিউজিল্যান্ড (বিশাখাপত্তনম)
  • ১৩ অক্টোবর – দক্ষিণ আফ্রিকা (বিশাখাপত্তনম)
  • ১৬ অক্টোবর – অস্ট্রেলিয়া (বিশাখাপত্তনম)
  • ২০ অক্টোবর – শ্রীলঙ্কা (কলম্বো)
  • ২৬ অক্টোবর – ভারত (বেঙ্গালুরু)

বাংলাদেশ নারী দলের জন্য এটি হতে পারে ইতিহাস গড়ার বিশ্বমঞ্চ।