ঢাকা মেডিকেল কলেজে ৫৬টি স্থায়ী পদে জনবল নিয়োগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নতুন করে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ১৫টি ভিন্ন ভিন্ন পদে মোট ৫৬ জন স্থায়ী কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগসংক্রান্ত মূল তথ্য এক নজরে:
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি পদে আবেদনের জন্য নির্ধারিত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা রয়েছে, যা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে।
যে পদগুলোতে নিয়োগ দেওয়া হবে:
- ফিজিওথেরাপিস্ট – ৩ জন
- কম্পিউটার অপারেটর – ৬ জন
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১৪ জন
- ওয়ার্ড মাস্টার – ৪ জন
- ক্যাশিয়ার – ২ জন
- টেলিফোন অপারেটর – ১ জন
- পরিসংখ্যানবিদ – ১ জন
- গাড়িচালক – ৫ জন
- স্টোরকিপার – ১ জন
- লিনেন কিপার – ৩ জন
- ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার – ১ জন
- ইলেকট্রিশিয়ান – ৬ জন
- কার্পেন্টার – ১ জন
- টেইলর (দর্জি) – ৩ জন
- অফিস সহায়ক – ৫ জন
আবেদনের বয়সসীমা:
প্রার্থীর বয়স ১ মে ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আবেদন করা যাবে ২৯ মে ২০২৫ পর্যন্ত।
আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের https://dmch.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে।