উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অন্যতম সেরা সেমিফাইনাল ম্যাচে ইন্টার মিলান ৪–৩ গোলে হারিয়েছে বার্সেলোনাকে। দুই লেগ মিলিয়ে ৭–৬ ব্যবধানে জয় পেয়ে ৩১ মে মিউনিখে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্টরা।

সান সিরোতে রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমার্ধে ২–০ গোলে এগিয়ে ছিল ইন্টার। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে বার্সা ৮৮ মিনিটে ৩–২ তে এগিয়ে যায়। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আচেরবির গোলে সমতায় ফেরে ইন্টার (৩–৩), ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানেই বদলি ডেভিড ফ্রাত্তেসির গোল ইন্টারকে ৪–৩ ব্যবধানে জয় এনে দেয়। এই জয়েই দ্বিতীয়বারের মতো তিন বছরের মধ্যে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল সিমোন ইনজাগির দল।

বার্সার কয়েকটি গোলের সুযোগ দারুণ দক্ষতায় নস্যাৎ করে দিয়ে ম্যাচসেরা হয়েছেন ইন্টার গোলকিপার ইয়ান

ফাইনালে ইন্টার মুখোমুখি হবে পিএসজি অথবা আর্সেনালের।