আজ ১৮ এপ্রিল ২০২৫, খেলা প্রেমীদের জন্য রয়েছে নানা ধরনের উত্তেজনাপূর্ণ ম্যাচ। ক্রিকেট থেকে ফুটবল- সব ধরনের খেলাই থাকছে টেলিভিশনের পর্দায়। দিন শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে এবং রাত পর্যন্ত চলবে আন্তর্জাতিক ফুটবলের দাপট।

দিনের শুরুতেই সকাল ৯টায় ঢাকা প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে পারটেক্স স্পোর্টিং ক্লাব শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

বিকেল ৩টায় নারী বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামবে আয়ারল্যান্ড স্কটল্যান্ড। আইসিসি ডট টিভি ও স্পোর্টজেডএক্স অ্যাপে দেখা যাবে ম্যাচটি।

রাতের বেলায় জমজমাট ক্রিকেট লড়াইয়ে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের। ম্যাচটি শুরু হবে রাত ৮টায় এবং সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১।

এরপর রাত ৯টায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংস খেলবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে। এই ম্যাচটি দেখা যাবে নাগরিক টিভিতে।

ফুটবলে যারা আগ্রহী, তাদের জন্যও রয়েছে উত্তেজনার সন্ধ্যা। সৌদি প্রো লিগে রাত ১২টায় আল কাদিসিয়াহ মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের। সনি স্পোর্টস টেন ২-এ সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি।

সবশেষে, রাত ১টায় লা লিগার ম্যাচে এস্পানিওল খেলবে হেতাফের বিপক্ষে। ম্যাচটি দেখা যাবে স্পোর্টজেডএক্স অ্যাপে।

সব মিলিয়ে আজকের দিনটি ক্রীড়ামোদীদের জন্য একেবারেই জমজমাট হয়ে উঠবে, যদি আপনার রিমোট হাতে থাকে প্রস্তুত।