বিশ্ব রেকর্ড গড়ল ইউরোপের উইন্ড টারবাইন, চীনকে পিছনে ফেলল সিমেন্স গেমেসা
নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে এক যুগান্তকারী মাইলফলক ছুঁয়েছে ইউরোপের সিমেন্স গেমেসা (Siemens Gamesa)। বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী বায়ু বিদ্যুৎ টারবাইন স্থাপন করে প্রতিষ্ঠানটি নতুন এক রেকর্ড গড়েছে, যা সাময়িকভাবে হলেও চীনের আধিপত্যকে ছাপিয়ে গেছে।
ডেনমার্ক উপকূলে স্থাপিত Siemens SG DD-276 নামের বিশাল আকৃতির এই উইন্ড টারবাইনটির ব্লেডের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য ৯০৫ ফুট (২৭৬ মিটার), যা তিনটি ফুটবল মাঠের চেয়েও বেশি। এটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২১.৫ মেগাওয়াট, যা প্রতি বছর প্রায় ৭০,০০০ ড্যানিশ পরিবারে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। জীবদ্দশায় এটি প্রায় ৫৫,৪৫৪ টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমিয়ে আনবে, যা জীবাশ্ম জ্বালানি ব্যবহারের তুলনায় পরিবেশের জন্য অনেক বেশি সহায়ক।
সিমেন্স গেমেসা ১৯৯১ সাল থেকে উইন্ড টারবাইন স্থাপনে কাজ করছে। প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম অফশোর উইন্ড ফার্ম- ডেনমার্কের ভিনডেবিতে (Vindeby)– ১১টি টারবাইন স্থাপন করেই যাত্রা শুরু করে। এবার SG DD-276 টারবাইনটি ১৪টি দেশে স্থাপিত ৫,০০০তম ইউনিট, যা কোম্পানিটির এক অনন্য সাফল্য।
এই টারবাইন স্থাপনের আগে, বিশ্বের সবচেয়ে বড় উইন্ড টারবাইনের রেকর্ডটি ছিল চীনের মিংইয়াং স্মার্ট এনার্জি (Mingyang Smart Energy)-র হাতে, যার ক্ষমতা ছিল ২০ মেগাওয়াট। তবে দ্রুত পরিবর্তনশীল এই প্রযুক্তি দুনিয়ায় রেকর্ড স্থায়ী হয় না বেশি দিন।
তবে সিমেন্স গেমেসা জানে, এই রেকর্ডও দীর্ঘস্থায়ী নাও হতে পারে। ইতোমধ্যে চীনের আরেকটি কোম্পানি ২৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিশাল টারবাইন নির্মাণ সম্পন্ন করেছে। যদিও সেটি এখনও ইনস্টল হয়নি, তবে সেটি স্থাপন হলে রেকর্ড আবার চীনের দখলে যেতে পারে।
বিশ্বব্যাপী পরিবেশবান্ধব জ্বালানির চাহিদা বাড়তে থাকায়, এমন প্রযুক্তিগত অগ্রগতি আমাদের টেকসই ভবিষ্যতের দিকে আরও একধাপ এগিয়ে নিচ্ছে।