যুক্তরাজ্যে ইভিটিওএল ট্যাক্সি চালুর পরিকল্পনায় জবি, সঙ্গে ভার্জিন
শহরের কেন্দ্র থেকে বিমানবন্দরে পৌঁছাতে সময় কমিয়ে আনার লক্ষ্যে ক্যালিফোর্নিয়াভিত্তিক ইভিটিওএল (eVTOL) স্টার্টআপ জবি অ্যাভিয়েশন যুক্তরাজ্যে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি চালুর পরিকল্পনা করছে। এই প্রকল্পে তাদের সঙ্গে রয়েছে দীর্ঘ দূরত্বের উড়ানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভার্জিন আটলান্টিক।
জবির ছয়-রোটর বিশিষ্ট বৈদ্যুতিক আকাশযান পাঁচজনের বসার সুবিধাযুক্ত, যেখানে একজন পাইলটও থাকবেন। এটি ঘণ্টায় ২০০ মাইল (৩২২ কিমি/ঘণ্টা) গতিতে উড়তে সক্ষম। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই এয়ার ট্যাক্সির মাধ্যমে লিডস থেকে ম্যানচেস্টার বিমানবন্দর মাত্র ১৫ মিনিটে পৌঁছানো যাবে, যেখানে সড়কপথে এক ঘণ্টা সময় লাগে। এছাড়া, লন্ডনের ক্যানারি ওয়ার্ফ থেকে হিথ্রো বিমানবন্দর পর্যন্ত যাত্রা মাত্র ৮ মিনিটে সম্পন্ন হবে, যা বর্তমানে সড়কপথে প্রায় ৮০ মিনিট সময় নেয়।
এই পরিবেশবান্ধব বৈদ্যুতিক উড়োজাহাজ একবার চার্জে ১০০ মাইল (১৬০ কিমি) পথ পাড়ি দিতে পারবে এবং প্রচলিত হেলিকপ্টারের তুলনায় অনেক কম শব্দে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম। তবে এই পরিষেবা কবে নাগাদ চালু হবে, তা এখনো নিশ্চিত নয়। জবি জানিয়েছে, “সেবা চালুর সময় এটির ভাড়া প্রিমিয়াম গ্রাউন্ড রাইডশেয়ারিং সেবার সমান রাখার পরিকল্পনা রয়েছে।”
ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভার্জিন আটলান্টিক তাদের গ্রাহকদের জন্য এই সেবার প্রচার করবে, প্রধান বিমানবন্দরগুলোতে উড়ান অবতরণ অবকাঠামো উন্নয়নে সহায়তা দেবে, এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কাজ করবে, কারণ এই সেবার জন্য এখনো নিয়ন্ত্রকদের অনুমোদন মেলেনি। উল্লেখ্য, জবি প্রথম ২০২২ সালে যুক্তরাজ্যে সনদপত্রের জন্য আবেদন করেছিল।
এই যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়িত হলে, ভবিষ্যতে শহরের ব্যস্ত যানজট এড়িয়ে অতি দ্রুত ও আরামদায়ক ভ্রমণের একটি নতুন যুগ শুরু হবে।